প্রশ্ন: বান্দরবান জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮১ সালে।
প্রশ্ন: বান্দরবান জেলার সীমানা কি?
উ: বান্দরবান জেলার সীমানা:
✅ উত্তরে: রাঙামাটি
✅ দক্ষিণে: বঙ্গোপসাগর ও মায়ানমার
✅ পূর্বে: মায়ানমার
✅ পশ্চিমে: কক্সবাজার ও চট্টগ্রাম জেলা
প্রশ্ন: বান্দরবান জেলার আয়তন কত?
উ: ৪৪৭৯.০৩বর্গ কি:মি:।
প্রশ্ন: বান্দরবান জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: দীপ্তমান বান্দরবান।
প্রশ্ন: বান্দরবান জেলার গ্রাম কতটি?
উ: ১,৫৫৪ টি।
প্রশ্ন: বান্দরবান জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৩৪ টি।
প্রশ্ন: বান্দরবান জেলার উপজেলা কতটি ও কি কি?
উ: ৭ টি। বান্দরবান, রাওয়াংছড়ি, নাইখংছড়ি, আলীকদম, রুমা, থানচী ও লামা।
প্রশ্ন: বান্দরবান জেলার পৌরসভা কতটি?
উ: ২ টি। (বান্দরবান ও লামা)।
প্রশ্ন: বান্দরবান জেলার নদ-নদী কি কি?
উ: মাতামুহুরী, শঙ্খ, রানখিয়াং ইত্যাদি।
প্রশ্ন: বান্দরবান জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: কোয়ার্সা অং মারমা, মংস প্র, ডা. মাং উসা, থোয়াই মারমা, ডা. প্রসানু মারমা।
প্রশ্ন: বান্দরবান জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: পাহাড়ি ঝর্নাধারা, শৈল প্রপাত, রিজুক রূপমুহুরী, বন প্রপাত, নীলাচল, শুভ্রনীলা, নৈসর্গিক শোভামণ্ডিত মিরিজা, দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং (যা বিজয় বা মাদক মুযাল নামেও পরিচিত), দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং, বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড়, নীলগিরি, বগালেক, মেঘলা, প্রান্তিক লেক, সর্পিল পাহাড়ি নদী শঙ্খ, মাতামুহুরী এবং বাঁকখালী।